Yuri oganessian in bengali

 Yuri oganessian in bengali   

Yuri oganessian
Yuri oganessian 

 
তাঁর বয়স ৮৬ কিন্তু উৎসাহ, কর্মতৎপরতা, আবিষ্কারের নেশা অনেক তরুন বিজ্ঞানীর থেকেও বেশি। তিনি বিজ্ঞানী মহলে "গ্র‍্যান্ডফাদার অফ সুপার হেভি এলিমেন্টস" নামে খ্যাত, যা আমেরিকান রসায়নবিদ শেরি ইয়েলেনো-এর থেকে পাওয়া। ইনি বিশ্বের একমাত্র জীবিত বিজ্ঞানী যাঁর নামানুসারে পর্যায় সারণীর কোন মৌলের নাম রাখা হয়েছে-'ওগানেসন' , যা পর্যায় সারণীর ১১৮ তম মৌল
                      
    ইনি হলেন রাশিয়ান পারমাণবিক পদার্থবিদ ইউরি ওগানেসিয়ান ইউরি 'মিস্টার ১১৮' নামেও খ্যাত তাঁর আবিষ্কৃত 'ওগানেসন'-এর জন্য। তিনি ১৯৫৬ সালে নিজ প্রচেষ্টায় গোপনে গড়ে তুলেছিলেন 'ফ্লেরভ ল্যাবরেটরি অব  নিউক্লিয়ার রিয়্যাকশন' এই গবেষণাগারেই একাধিক মৌল আবিষ্কার করেছেন ইউরি। ফ্লেরভের ওই গবেষণাগারেই তৈরি হয়েছে এক বিরাট যন্ত্র 'সুপার হেভি এলিমেন্ট ফ্যাক্টরি' বা 'শেফ', যা ভারতীয় মূল্যে ৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে। এখন তিনি এই যন্ত্রের সহিত নতুন মৌল আবিষ্কারে মত্ত।
সুপার হেভি এলিমেন্ট ফ্যাক্টরি

  যন্ত্রটির তিনটি ভাগ -

    ১. প্রথম ভাগ - আয়ন সোর্স
    ২. দ্বিতীয় ভাগ - ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেক্টর
    ৩. তৃতীয় ভাগ - হল একটি সুবিশাল ইলেকট্রোম্যাগনেটিক কয়েল বা তড়িৎ চুম্বকীয় বর্তনী।
   আয়ন সোর্স থেকে প্রতি সেকেন্ডে কয়েক হাজার কোটি আয়ন তৈরি হতে পারে।ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেক্টর অংশটি আয়নগুলিকে ৯০ ডিগ্রী কোনে একটি সাইক্লোট্রন যন্ত্রের মধ্যে ফেলে।তৃতীয় অংশটি আয়নগুলিকে সাইক্লোট্রন যন্ত্রের মধ্যে প্রচন্ড বেগে ঘোরাতে সাহায্য করে।
   সবমিলিয়ে যন্ত্রটি আয়নের পরমাণুর মধ্যেকার ইলেকট্রন,প্রোটন ও নিউট্রন কনার তারতম্য সৃষ্টি করে, যার ফলে নতুন মৌল সৃষ্টির সম্ভাবনা বাড়ে।
   ইউরি তাঁর জীবনে বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন যেমন 'Demidov Prize', 'Lomonosov Gold Medal' ইত্যাদি।
     
   আমরা চাই তিনি যেন দীর্ঘজীবী হন ও আশা করি তিনি আরো নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞান জগতকে সমৃদ্ধ করবেন।
      


         

                    আশা করছি তোমাদের এই মহান বিজ্ঞানী সম্পর্কে জেনে ভালো লেগেছে। এই রকম আরো তথ্য জানতে কমেন্ট করুন।
Yuri oganessian in bengali Yuri oganessian in bengali Reviewed by Monjur Alam on 06:32 Rating: 5

No comments:

Powered by Blogger.